কর্তব্যের টানে আশা ফিরে আসে বারবার
এ ভূমিতে পরিবৃত জন্মের শুভক্ষণে
মাতৃ-স্নেহের তরে কর্তব্যে বাঁধিয়ে বুক
ফিরে যেতে চায় না মন প্রতি ক্ষণে-ক্ষণে ।
জন্মভূমি, সে যে মায়ের প্রতিমূর্তি
বহু কর্তব্য তার তরে, কতটুকুই বা ভরাতে পারে এ মন,
বরিষধারায় স্নাত হয়ে আশা চায় ক্ষমা
তুমি যে ক্ষমাদাত্রী মা, জানে সর্বজন ।
কর্তব্যের টানে তাই আসি ফিরে বার-বার মাতা
তোমার প্রেরণায় মনের নিখিলে,
রক্তের শেষ বিন্দুতে ঘুচাবো তোমার সকল ব্যথা
থাকব মোরা মানব-চেতনার এই অখিলে ।।