মানুষ কলমে আনুক সচেতনতা
অক্ষর গুলো জুড়ে একসাথে,
জেগে উঠুক মানবতা বোধ সবার মনে
ঐক্যের বন্ধন থাকুক হাতে-হাতে।
নতুন পৃথিবী গড়ার মন্ত্রে
পুলকে মনে ভরে উঠুক শুভ চেতন,
নিজ মাতৃভাষার গৌরবে হোক সর্বজয়
দেশকে মর্যাদা দিয়ে উড়ুক বিজয়কেতন।
কলমের সার্থকতা আসবেই তবে
পারো যদি গড়তে সঠিক মানুষ,
যদি জাগাতে পারো দিগন্ত বিস্তৃত কোমল আশা
তবেই ফিরে পাবে মানুষ, মানুষ হবার হুঁশ।।
***