চারিদিকে ঘটে চলেছে কত ব্যভিচার
মানুষ হারিয়েছে বিবেকবোধ,
নিরপরাধকে অবমাননা করে চলেছে কত অনাচার
বিস্মৃত স্রোতে স্রোতস্বিনী হয়েছে আজ মানববোধ ।

ছিন্ন হয়ে চলেছে পারিবারিক বন্ধন
পিতা-মাতা-ভ্রাতা-ভগ্নির সম্পর্কের করুণ পরিণতি,
নিঃস্বার্থতার বলিদানে  কেবলই ক্রন্দন
বোঝা যাচ্ছে না আগ্নেয়গিরির মতি-গতি ।

আগ্নেয়গিরির জ্বলন্ত শিখায় সর্বোপরি
সমাজ সংস্কৃতি দেশ হয়েছে বিদ্বেষের বাসা,
সাহিত্যও চুপ, সাহিত্যের গলায় পড়েছে দড়ি
তাই আশা, কলমে প্রস্ফুটিত হোক প্রতিবাদের ভাষা ।।
                        *****