কখন আসবে তুমি ?
মনে মনে ভাবছি তোমার কথা,
সকাল থেকে চেয়ে আছি পথ
হৃদয়ে শুধু স্বপ্নিল ব্যথা ।

তোমার কর-বন্ধনে শোভিত এক গোছা লাল গোলাপ  
আর সেই সৌরভে মুখরিত চারিপাশ,
অনুভবে জমে আছে  কথার পাহাড়
আজ আর কিছুতেই নেই কোন অবকাশ ।

সোনালী রোদ্দুরে ঝলমল করা ধান-শীষ
তার উপরে দুষ্টু প্রজাপতি করছে আনাগোনা,
আকাশে বাতাসে ভেসে চলে নতুন গান
মনের অলিন্দে শুধুই কল্পনার জাল বোনা ।

দ্বিপ্রহর গড়িয়ে আসে গোধূলি বেলা
সিন্দুর রাঙা মেঘ ঢেকে দেয় লাল দিঘির জল,
ধীরে ধীরে ঘনায় সন্ধ্যার ছায়া
তবু প্রতীক্ষা তোমার তরে, বুকে বেঁধে বল ।।
                        ***