সকাল সকাল হলো শুরু
কলম-খেলার কবিতার মেলা,
মনটা ছিল খুশিতে ভরা
শব্দের জাদুতে ভাসলো কবিতার ভেলা ।
অক্ষর সাজিয়ে মন-মাতানো শব্দে
পরিবেশিত হল সুখ-দুঃখ, অনুভবের মালা,
উদাত্ত কন্ঠে, উদ্ধত চিত্তে মিটল
কবি আবৃত্তিকারের জঠর জ্বালা ।
কত জনের আনাগোনা সেথায়
কুশল বিনিময়ের আদান-প্রদান,
উচ্ছলতায়, আনন্দে, ঐক্যে ছুঁয়ে গেল মন
জ্ঞানী-গুনীর সমাবেশ রাখলো মান ।
হাসি-গল্পে-পুরস্কারের সাথে
ঝুলিতে জমা হলো অনেক অনুভূতি,
সকলের পারদর্শিতা ও সন্মান
যেন হয়ে থাকে শিক্ষণীয় দ্যুতি ।।
***