কবিতা তুমি শুধু আমার,
আকাশে বাতাসে…..
প্রকৃতির প্রতিটি অঙ্গে তুমি,
সুখে-দুঃখে, আনন্দ-অভিমানে….
জীবনের প্রতিটি ধারায় তুমি ।
তোমার শব্দমালার বন্ধনে
দিশেহারা হয়ে যাই স্বপ্নিল আতিশয্যে,
তোমার সাথে ছন্দে-ছন্দে
একান্তে মনের কথা কই,
যখন মনের দুঃখ-ভারে কাতর হই
যখন অবিরাম বয়ে চলে অশ্রুধারা,
তখন তুমিই থাকো একজন বন্ধু হয়ে
তখন আদরের সোহাগে ভোলাও মনের জ্বালা ।
কবিতা, তুমিই আমার প্রাণের বন্ধু,
কবিতা, তুমি শুধুই আমার ।।