কবিতা, তুমি কার ?
সুখের , না দুঃখের ?
সুখের দোলায় যখন দুলতে থাকো  
তখন  তুমি ছাড়াও
থাকে অনেক পারিপার্শ্বিকতা, অনেক সুখ-পাখি।
যখন দুখের দোলায় তুমি দোলো  
তখন দুঃখের সাথী হয়  ক’জন ?  
শুধু তুমি ছাড়া আর কেউ থাকেনা তখন।
কেউবা হয়তঃ সমমর্মিতা জানায়
কেউবা পাশ ফিরে চলে যায়।
কিন্তু কবিতা তুমি ?
নিরিবিলিতে তোমার কাছে বলা যায়
জানানো যায় মনের কথা, সবটুকু ব্যথা,
তোমার বর্ণের মালায় গেঁথে চলে দুখের গাঁথা-মালা,  
সঞ্চিত করে রাখে হৃদয়ের অন্ত:স্থলে  
মুক্ত হয় মনের ভার
ফোটে  মুখে হাসি,
ছন্দে-ছন্দে ব্যথার  সুর ছড়িয়ে যায়
আকাশে  ঘন মেঘের আস্তরণে,
কবিতা, সুখে যেমন  তুমি পাশে থাকো  
ঠিক তেমনি পাশে থেকো দুঃখের সাথী হয়ে।।
                ***