কবিতা আমার ভোরের আলো
মুক্ত শিশিরে মাখা,
কবিতা আমার রোদ্দুরের দুপুর
সোনালি চাদরে ঢাকা ।
কবিতা আমার গোধূলির মায়া
কনে দেখা রক্তিম আভা,
কবিতা আমার সাঁঝের প্রদীপ
মানবতার স্নিগ্ধ প্রভা ।
কবিতা আমার রাতের আকাশ
সারি সারি তারার মালা,
কবিতা আমার জোৎস্না মোড়ানো
শুভ্র আবিরে ঢালা ।
কবিতা আমার সুখদুঃখের সাথি
মনো-অনুভূতি অভিসারিকা,
কবিতা আমার সুর তরঙ্গ
গভীর আলাপনের উত্তরিকা ।
কবিতা আমার সবুজ পৃথিবী
বিশ্ব লোকের আনাগোনা,
কবিতা আমার ভালবাসা-প্রাণ
ফুলের সৌরভে সকল জানাশোনা ।।
---
(গত কাল ২১শে মার্চ, ২০২১আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষ্যে আমার এই কবিতা) ।