খুশির আমেজ নিয়ে ভাসে সবাই আনন্দে
এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর সানন্দে ।
মেঘের পর্দার আড়াল থেকে
উঁকি দেয় মুগ্ধ করা চাঁদ
ভরিয়ে তোলে আকাশ বাতাস
স্নিগ্ধ আলোতে ভরে নতুন প্রেমের স্বাদ ।
হাতে হাত ধরে মিলে একসাথে
গেয়ে যায় সবে জীবনের জয়গান
উদারতা মানবতায় মন চলে মেতে
ভালবাসার মিষ্টি ছন্দে বাঁধে সকল প্রাণ ।
খুশির আমেজ নিয়ে ভাসে সবাই আনন্দে
এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর সানন্দে ।