ভুঁড়ি ভোজ দেবে বলে
চলে খুড়ো মামা বাড়ি
দুদিন দিয়েছে উপোস
গড়-গড়িয়ে যায় গরুর গাড়ি ।
পাত পড়েছে ঘরের মাঝে
বিরাট কাঁসার থালার পাতে
লাইন দিয়ে সাজানো বাটি
মাছ মাংস, হরেক রকম পদ তাতে ।
খাচ্ছে খুড়ো দুহাত ভরে
তাই দেখে সবাই মুচকি হাসে
শেষের পাতে এক হাড়ি দই
তার পর মণ্ডা মিঠাই ঠাসে ।
ভোজন সেরে নিয়ে বিরাট ভুঁড়ি
ঊঠতে গিয়ে খুড়ো হল কুপোকাত
তাই দেখে দুই কুস্তিগীর এলো ধেয়ে
তুললো বেজায় শক্তি দিয়ে, বিছানায় ধপাৎ ।
ভুঁড়ি নিয়ে ধরাশায়ী খুড়ো
নাক ডেকে চলে মনের সুখে
দশ জনের খাবার একাই করেছে সাবার
এ দৃশ্য দেখে কারোর কথা নেই মুখে ।।