ঈশান কোনে মেঘ জমেছে তাই তো খুকুর মুখটা ভার!
খেলার টানে মন ছুটেছে তবু মা বন্ধ করেছে দ্বার,
ঝমঝমিয়ে নামলো বৃষ্টি,
একি হলো অনাসৃষ্টি!
ঠক ঠক ঠক শিলের আওয়াজ খুশির জোয়ারে হাসি তার ।।