ভেজানো দরজায় মৃদু কড়াঘাতে
চমকে ওঠে অবচেতন মন
কানে কানে মৃদুস্বরে কে যেন বলে চলে
“আমি এসেছি, আমি এসেছি, খোল দ্বার” ।
বসন্তে রাঙানো লাল-হলুদের পরশে
আলতো হাতের ছোঁয়ায়
মনের প্রফুল্লতায় খুলে যায় দ্বার
দেখি, চারিদিকে নীল আকাশ ভরা সোনালি রোদ ।
চেনা বাঁশির সুর টেনে নিয়ে যায়
একরাশ পলাশ-রাঙা হাসিতে
লাল কাঁকরের পথ ধরে তার হাতে হাত রেখে
ভেসে যাই বসন্তের অজানা সফরে ।
দখিণা বাতাসের তালে তাল রেখে
বেজে যায় মিশ্র রাগ-রাগিণীর সুর
“আমি এসে গেছি, আমি এসে গেছি
রঙিন আবিরে রাঙিয়ে” ।