সবুজ বনরাজি মাঝে
খেলে বেড়ায় তারা গানে গানে,
রঙিন আলপনা আঁকা পাখা দুটি,
নেচে বেড়ায় ফুলের বাগানে ।
উচ্ছ্বসিত সুরভি ছড়িয়ে
সুধায় মুগ্ধ মাধুরী বিকাশে,
অপরূপ ঘোরাফেরার মায়ায়
আসে দূর-দূরান্তের প্রণয় প্রকাশে ।
সাজিয়ে ডালি রোদ ঝলমলে আবেশে
হৃদয়ের শিহরণে জাগে মধুর আস্বাদ,
ওড়ে বাতাস সেথা শীতলতার রেশে
নির্জন দুপুরে প্রত্যাশা থাকে স্বপ্নপুরীর স্বাদ ।।