সুখ-দুঃখ, আলো-আঁধারিতে ঘেরা জীবন,
তবু সুখ কেন শুধু চাওয়া ?
কালের চক্রের আবর্তনে আসে রাত, আসে দিন,
তেমনটি করে সুখের পর দুঃখ
আর দুঃখের পর সুখ,
কেনো তবে সুখ সুখ করে কাঁদা !

বিবর্তনের অমোঘ নিয়মে
দুঃখকে পরখ করলে
পাওয়া যাবে সুখের বারি,
মনের আক্ষেপে যদি আসে দুঃখ
জীবনযাত্রার নিয়মের বেড়াজাল ছিন্ন করে
কেন তবে চিরন্তনী সুখের বিবর্তন-তত্ব !
                     *******