ওরে ও কাঠবিড়ালী একটু দাঁড়া,
কিসের তোর এতো তাড়া ?
রেখেছি যত্ন করে সবুজ পেয়ারা ডাসা,
মুখ মিষ্টি করে কুঁড়ে কুঁড়ে খাবি খাসা ।
কষ্ট করে উঠলি কেনো ঐ মগ ডালে নেই জানা,
খাচ্ছিস খা যত পারিস কেউ করবে না মানা ।
আসবি রোজ দুপুর বেলা খাবি পেয়ারা পেটটা ভরে,
থাকবো অপেক্ষায় তোর কিচির মিচির সুরের তরে ।।