কাল কি হবে আজ তা ভেবে লাভ কি ?
আজকের কথা আজ ভাবো সবাইকে ভালোবেসে,
নিজের প্রতি আস্থা রেখে শুধু কাজ করে যাও
কালকের কথা আজ ভাবলে জীবন-সংসার যাবে ভেসে ।
কাল কি বিপদ আসবে, কি হবে, তার ভাবনা কেন আজ ?
শেষ হয়ে যাবে বাঁচার সবটুকু আশা,
আনন্দে ভরিয়ে রাখো নিজেকে, বাড়াও মনোবল
আজ জাগাও শুভচেতনা, আগামী কাল হবে খাসা ।।
********