ঈশান কোণে ঘন কালো মেঘে ঝড়ের পূর্বাভাস,
দাপটে অস্থির বনরাজি তুমুল গর্জনে ভয়ঙ্কর আভাস ।
হাতে হাত ধরে ছুটি একজোটে অনাবিল আনন্দে,
আকাশ মেতেছে নব অঙ্গীকারে তুলে তান সানন্দে ।
প্রকৃতি উদ্বেল হয় কালবোশেখীর তাণ্ডবে উদাসী মনে,
আমকুড়ানোর ধুমে সব ভুলে যাই আমরা ক'জনে,
তড়িৎ ঝিলিকে গম্ভীর নিনাদে ফিরি ঘরে সর্বজনে ।।