আজ আমাদের ন্যাড়া পোড়া,
কাল আমাদের দোল,
আকাশ ভরা এক থালা চাঁদ
মনের মাঝে শুধু কর্তাল আর খোল ।
শিমুল পলাশ মেলেছে ডানা
প্রকৃতির সাজে রঙিন স্বপন,
উদাসী আকাশের ঐ সীমানা
হারিয়ে যাবার বীজ করছে বপন ।
রঙের নেশায় মাতবো মোরা
নব ঊষায় শুভ চেতনার পরশে,
ভালোবাসার বারিষ ধারায় স্নাত হয়ে
খুশির জোয়ারে ভেসে যাবো মোরা সারাদিনের হরষে ।