ভোরবেলা স্বপ্ন দেখে
হঠাৎ ঘুম ভেঙে যায় তার ডাকে,
চলে এলাম খোলা জানালার কাছে
দূর থেকে তার হাতছানি দিতে দেখে
‘আসছি’ বলে ছুটে গেলাম তার কাছে,  
ছুঁতে গেলাম যখন তাকে
সে তখন গাছের নিচে দাঁড় করিয়ে রেখে
‘আসছি’ বলে হারিয়ে গেল এক অজানা পথে ।
প্রতীক্ষায় দ্বিপ্রহর গেল কেটে
ক্ষুধায়, অবসাদে, মনের ক্লান্তিতে
চোখদু’টো আচ্ছন্ন হয়ে এলো ।
কাজল-কালো ঘুমের আধারে আবার ভাসলাম
দুই বাহুর আলিঙ্গনে বদ্ধ করতে চাইলাম তাকে,  
ছলাৎ ছলাৎ কলধ্বনিতে
স্বপ্ন গেল ওপারে ভেসে,  
গোধূলির রক্তিম আভায় তখন
ঝিলমিল করছে তার সারা শরীর ।
সে তখন তাকে নিয়েই ব্যস্ত
মুচকি হেসে উচ্ছল ইশারায় দিল বিদায়,
বেদবতীর মায়ায় আচ্ছন্ন হয়ে
ফিরে এলাম আপন কুলায় ।।
       ***