ধোঁয়াশায় ঢেকেছে চারিধার, নেমেছে কালো ছায়ার আঁধার
ভুলেছে মানুষ মানবতা, ঘুঁচেছে শুভ চেতনা,
পথ বড় দুর্গম, পদে-পদে বিপদের হাতছানি
সততার পথ ধরে দূর করো যত দুঃখ-কষ্ট-বেদনা ।
জেগে উঠুক একাগ্রতা, সুদৃঢ় হোক ঐক্যের বন্ধন
একসাথে মিলে দূর কর মনের সব কালো,
জ্বলে উঠুক নব আশার দীপ্ত প্রদীপ
সেই প্রজ্জলন শিখায় উদ্ভাসিত হোক মনের যত আলো ।।