যত দেখেছি তোমায়
অবাক হয়ে খুঁজে পেয়েছি মুগ্ধতায়,
বিস্ময়ে হতবাক হয়েছে দুচোখ
আনন্দে আত্মহারা হয়েছে উৎফুল্ল মন,
ভেবেছি কত মানবিক সুচিন্তনের অধিকারী তুমি,
শুভ চেতনার ভাবনায় স্বপ্নের অনুভবে তাই …
আপ্লুত হয়ে বারবার ছুটে গেছি
তোমার দু'চোখের আকুলতায় ।
হায়, কিন্তু না !
একটি ঘটনা ছারখার করে দিয়েছে
পর্দার আড়ালে থাকা তোমার রূপ,
মুহূর্তের মধ্যে ভরে গিয়েছে
চোখের সামনে কুয়াশায়,
তিল তিল করে দগ্ধ হয়েছি
সেই কদর্যতার দুর্বার অগ্নি জ্বালায়,
উপলব্ধি করেছি তোমার প্রকৃত স্বরূপ ।
বুঝে উঠতে পারিনি প্রকৃত বন্ধুকে
যাচাই করতে পারিনি কোনটা অভিনয়
আর কোনটা তার আসল রূপ ।।
*****