শুধু মুখেই সমাজ বলে থাকে---
ছেলে ও মেয়ের সমান অধিকার,
অথচ বাস্তব লুকায় কথার বাঁকে---
কিন্তু প্রশ্ন, কবে হবে এর প্রতিকার ?
জননী, যে গর্ভে ধারণ করে সন্তান
তাকেও হতে হয় সমস্যার সম্মুখীন,
ভ্রূণ নির্ধারণে কন্যা সন্তান হলে
তারই সহায়তায় ভ্রুন হয়ে যায় বিলীন ।
জননী, তুমি কি নারীর কলঙ্ক ?
ছেলে মেয়ে যদি হয় সমান
রুখে দাঁড়াও অন্যায়ের প্রতিবাদে
সার্থক করে তোলো সমাজে তোমার মান।।
****