রক্তিম আভায় ভরে গেছে চারিদিক
নতুন সূর্য জানিয়ে দেয় আজ নতুন দিনের জন্মদিন,
পাহাড় থেকেসমুদ্র নিজেদের প্রতিচ্ছবির প্রভায়
স্বাগত জানিয়ে বলে সুন্দর কাটুক প্রতিদিন ।
কল-কাকলিতে ভরে যায় নতুন দিনের আকাশ
প্রকৃতি মেলে ধরে ডানা নিজস্ব অপরূপ ছন্দে,
প্রাণচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ভোরের বাতাস
মনে আসে প্রফুল্লতা, প্রতিদিন-জন্মদিনের আনন্দে ।।
*****