যখন রোদ্দুর ছড়ায় প্রাণে
তার হাত ধরে ছুটে চলি
সবুজ ধান সারির মাঝে
পুস্পিত হয় মনে নতুন ফুলের কলি ।
নীল আকাশে উড়িয়ে উচ্ছ্বাস
স্বপ্নলোকে নেমে আসে নতুন সৃষ্টি-সুধার আকুলতা
বেজে চলে অজস্র সুরের রাগ-রাগিণী
পূর্বরাগের বারিকণায় সেতুবন্ধনের ব্যাকুলতা ।
কুহু কুহু কোকিলের কলতানে
দখিণা হাওয়ায় জেগে ওঠে নব বসন্তের পলাশ
জীবন তৃষার নতুন পরশে যখন রোদ্দুর ছড়ায়
প্রাণে আসে এক বিমোহিত বিলাশ ।।
*****