ঘনিয়ে আসে রাতের আঁধার—  
জোছনা প্লাবনে ভরে যায় আকাশ,
জাগতিক নিয়মে বয় দুখের পর সুখ
প্রকৃতির সুরে মুখর হয় প্রাণোচ্ছল বাতাস।

রাতের আঁধার ভেদ করে আসে জোছনা--
দুঃখের কষ্টি পাথরে ঘূচুক সকল ব্যথা,
আত্মজনের মুখে ফুটুক হাসি
আলোর স্ফুরণে আসুক শুধু শান্তির কথা ।

সকল জীবনের উদ্ভাসনের তরে
দূরে সরে যাক হিংসা-দ্বেষ, সব কালো,
আঁধার রাতের সাথে সত্যের জোছনায়
মিলেমিশে উদ্ভাসিত হোক সকল আলো ।।
        *****