গভীর রাত, ঘুমে আচ্ছন্ন প্রাণী-কুল
কর্কশ ভাবে বয়ে চলা আতঙ্কের স্রোতে
আর্ত চিৎকার করে ওঠে এক পাখি
গাছের নিভৃত আশ্রয় থেকে ।
ছিন্ন হল ঘুমের আস্তরণ
ধড়মড় করে বিছানা ছেড়ে উঠে
শুনতে পেলাম সেই ভয়ংকর নিনাদ
ভয়ে শুকিয়ে যাওয়া হৃদপিণ্ডের শিরা-উপশিরা থেকে।
কিসের সংকেত বুঝে ওঠার নিশ্চয়তা নেই
অজানা এক ভয় মুহূর্তের মধ্যে চোখ রাঙিয়ে
সুস্থ শরীরে হিম-শীতল স্পর্শের অনুভূতি জানায়
গভীর রাতের নিস্তব্ধতার পরিপ্রেক্ষিত থেকে।
যেমন করেই হোক রাত-পাখিকে বাঁচাতেই হবে
আতঙ্ক ঘুচিয়ে সাহসে ভর করে রাস্তায় নেমে
জীবনকে সাথে নিয়ে লড়াই করতে হবে
স্বপ্ন সার্থক করার তাগিদ থেকে।
**