পুরো জীবনটাই রাস্তায় ঘেরা
কখনো দুর্গম, কখনো বিচ্ছিন্ন, কখনো বাঁকা,
আবার কখনো এলোমেলো, কণ্টকময়
কখনো বা সোজা সরল রেখা ।
তবু, চলতে হবে----- বাঁচতে হবে
বাঁধতে হবে সকল পথ সুশৃংখলতার বন্ধনে,
পথ এলোমেলো, দুর্গম, তাতে কিবা আসে যায়
হয়তো কাঁটায় রক্তাক্ত হবে চরণ-চন্দনে ।
উঁচু-নিচু পাহাড়ের ধ্বসে
কখনো আছড়ে পড়বে দেহ,
ঝড়ের তাণ্ডবে নদীর প্লাবনে
সাগরের জলোচ্ছ্বাসে হয়ত আছে কেহ ।
পথের নিশানা হবেনাতো মসৃণ
গন্তব্যে পৌঁছতে হবে জীবনের হাল ধরে,
পরম সত্যের রাস্তার শেষ সীমানায়
অশ্রুসিক্ত নয়নে শত বাধা-বন্ধন ছিন্ন করে ।।