জীবনের অপর এক নাম সংগ্রাম
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াইয়ের নাম সংগ্রাম,
বেঁচে থাকার অদম্য অভিলাষার নাম সংগ্রাম
সফলতার চূড়ার আড়ালে থাকা শক্তির নাম সংগ্রাম ।

সংগ্রামে আছে জীবনের হার-জিত
সংগ্রামে জয়ী হয় মূল্যবোধের তাগিদ,
সংগ্রামে কাটে বাধা, হোক না পথ যতই কণ্টকময়
সংগ্রামে আসে এগিয়ে চলার উদ্যম, ধৈর্যের শেষে বিজয় ।

সতত সহনশীলতার মাঝে, ঐক্যতার বন্ধনে  
সংগ্রাম জেগে উঠুক জন-মানবের কল্যানে নব-আশায়,  
জয়-পরাজয়ের দোদুল্যমান দোলায়
সংগ্রাম ভেসে চলুক মনুষ্য-জীবনের ভালোবাসায় ।।
                         ******