জীবনে চলার পথের প্রতিটি ধাপেই
উত্তীর্ণ হতে হয় পরীক্ষার গণ্ডি,
ছোটই হোক আর বড়ই হোক, সকলের
জীবনের স্বপ্ন-স্রোতে ভেসে আসা এ এক ‘ফন্দি’।
মনের গহনে চলে অবিরত অস্থিরতা
কেউ ভোগে মানসিক টানাপোড়েনে,
আবার কেউবা ভোগে অবলীলাক্রমে
বিভিন্ন দুর্বল মানসিকতার সংমিশ্রণে।
তবু, এগোতে হবে জীবনের চলার পথে
ক্রমান্বয়ে আসা সাফল্যকে সাথে নিয়ে,
এবং চলার পথে সৃষ্টিকারী অসীম দূরত্ব
বাধা-বিপত্তি অতিক্রমের মধ্য দিয়ে।
পরীক্ষা কখনো হয় নিকট থেকে নিকটে
ঘন্টার হিসেবে কখনো আসে কাছাকাছি,
আবার হতে পারে দূর থেকে অনেক দূরে
তবু , শিখরে পৌঁছাতে হবে সাফল্যের পাশাপাশি।।
***