একি আনন্দ,
জীবন তরঙ্গে,
চেতনার পুলকে,
উদীয়মান কিরণে,
আত্মার শুদ্ধিতে সানন্দে,
প্রশান্তির সমীরণে,
উদবেলিত সুরে,
বাঁচার তাগিদে,
সফলানন্দে।।