সুখ-সুখ করে কেঁদো নাকো আর
শুভ চেতনায় ভরাও জীবন,
খুঁজে নাও সেই অমূল্য রতন
অন্তর মাঝে আছে যে প্রিয় জন ।
আলোর পর আসবে আঁধার
রাতের পর হবে দিন,
দিন-চক্রের হেলায়-খেলায়
বাজবে মনের অন্তর্বিন ।
ঐক্যে বাঁধা জীবন-তরী
ভিড়বে ঘাটে, দাঁড়িয়ে পারের মাঝি,
একে একে সবাই হব যে পার
কেউ আগে, কেউ পিছে, কিন্তু সবাই আছি।।