শুকনো পাতার মর্মর ধ্বনি বাজায় নতুন তান
উদ্ভাসিত প্রতি ক্ষণে, মনে জাগায় জীবনের গান,
বাতাসের বুকে বয়ে যায় মিষ্টি সুরের জল্পনা
নীল আকাশের ছটায় সাদা মেঘের অলীক কল্পনা ।
মন ছুটে যায় নব অঙ্কুরে সাজানো প্রান্তরে
প্রিয়র দেখা পাই সেথা, মিলে যাই অন্তরে,
বৃষ্টি সুধায় ভরে যায় প্রাণ উচ্ছলতার সুমন্তরে ।।