উদীয়মান সূর্যের দ্যুতি
আনে জীবনের জ্যোতি ।
উদ্ভাসিত নব চেতন
হাতছানিতে ওড়ায় কেতন ।

সিক্ত শিশিরের পরশে
মন ভরে হরষে ।
শান্তির জয় গানে  
উচ্ছ্বসিত হয় প্রাণে ।

বিবর্ণ বিষাদের সুর
ছড়ায় বহু দূর ।
হৃদয় গহনের ব্যাকুলতা
প্রকাশ পায় আকুলতা ।

বোধনের ধ্বনি বাজে
প্রকৃতি আনন্দে সাজে ।
স্বপ্নেরা ফোটে যতনে
অন্তর জাগ্রত রতনে ।

নৌকা উজানে চলে
শান্তির বারিষ দোলে ।
মায়াবী নদীর কল্লোলে
মুক্ত হাওয়া হিল্লোলে ।

আগামীর নুতুন আশা
জাগুক পবিত্র ভালবাসা ।
সুচিন্তিত পথের দিশা
হোক মুগ্ধতার তৃষা ।।
     *****