জীবন চলে আপন গতিময় ছন্দে
কখনো সরল কখনো সংগ্রামে
আছে দুঃখ, আছে বেদনা, আছে ক্লান্তি
আছে শান্তি, আছে মুক্তি, আছে প্রশান্তি, কখনো স্বর্গধামে ।
জীবনে চলার পথে আসে কত প্রলোভনের হাতছানি
হয়ো না বিভ্রান্ত, কোরোনা পদস্খলন
নব জয়ের নিশানা অটুট রেখে চলো এগিয়ে
সংগ্রামী জীবনে ঘটবে শুভ চেতনার উন্মেষন ।