রাধা-কৃষ্ণ মধুর প্রেমে
ঝুলন দোলায় দোলে,
কৃষ্ণের হাতের বাঁশি
রাধার সুসজ্জিত কোলে ।

রাধা-কৃষ্ণ প্রেমের টানে
ঝুলন দোলায় দোলে,
মনের কথা বলে
সুরের দুয়ার খোলে ।

রাধা-কৃষ্ণ প্রকৃতির সমারোহে
ঝুলন দোলায় দোলে,
সন্মুখে রকমারী পুষ্প-ডালা
সাথে ধূপ-দীপ জ্বলে ।

রাধা-কৃষ্ণ অমর হয়ে
ঝুলন দোলায় দোলে,
চিরন্তন হয়ে থাকবে
তাঁদের প্রেম যুগলে ।
                       *******