নহে অহংকার, নহে হিংসা
সকল আঁধার কেটে যাক,
মনের কলুষতা ছিন্ন করে
মানবতায় বেজে উঠুক জয় শাঁখ।
প্রাণের দীপ্ত বিবেক শিখায়
চোখের পলকে আসুক নতুন আলোর জ্যোতি,
পবিত্র ভালবাসা-বোধে
অন্তরে অন্তরে জাগুক প্রফুল্লতার দ্যুতি ।
আকাশে বাতাসে ভরুক সুরের লহরী
ঊষার রক্তিম কিরণের আনন্দে,
হাতে-হাত ধরে মিলি সবে একসাথে
শুভ চেতনার উন্মেষ ঘটুক নবরাগে সানন্দে ।।