শত শত শহীদের
রক্তক্ষয়ী সংগ্রামী আত্মদানে,
ভারতমাতার হয়েছিল মুক্তি
ভরেছিল উদ্ভাসনের জয়গানে ।
বিপ্লবী ক্ষুদিরাম মাস্টারদা
বিনয় বাদল দীনেশ,
অমর করে রেখেছে
মানুষের মনে রেশ ।
ইতিহাসের রক্ত রেখায়
আছেন চিরস্মরণীয় যাঁরা,
বীরত্বের কাহিনীর আড়ালে
স্মৃতির পাহাড়ে তাঁরা ।
সাতচল্লিশের শুভ লগনে
উড়েছিল জয়ের কেতন,
প্রতীক্ষা হয়েছিল সফল
জেগেছিল শুভ চেতন ।
‘বন্দেমাতরম’ ধ্বনির সাথে
গর্জে উঠেছিল ভারতবাসী
এক মন্ত্রের দীক্ষায়
উজ্জীবিত হয়েছিল অভিলাষী ।।
-----