ঈশ্বর এখনও ঘুমোচ্ছে
চিৎকার কোরো না, জেগে যাবে,
চারিপাশে যা কাজ-কারবার আছে
নির্বিদ্ধিধায় চালিয়ে যাও, না হলে পরে পস্তাবে ।

ঈশ্বর এখনও ঘুমোচ্ছে
চিৎকার কোরো না, জেগে যাবে,
ফুল-ফল, সামনে যা-সব লুটোপুটি খাচ্ছে
এই সময়ে লুটেপুটে খাও, না হলে কবে খাবে ?

ঈশ্বর এখনও ঘুমোচ্ছে
চিৎকার কোরো না, জেগে যাবে,
শান্ত পরিবেশে কাজ-কর্মের রেকর্ডের জন্যই  তাঁর এত ঘুম
ভারী গদিতে তৃপ্ত ঘুমে যদি বিঘ্ন ঘটে, আদেশ কিন্তু জ্বালাবে ।

ঈশ্বর এখনও ঘুমোচ্ছে
চিৎকার কোরো না, জেগে যাবে,
যতক্ষন সে ঘুমুবে, তোমাদেরই তো ভালো
নিঃশব্দে তোমাদের ভরা গোলা পাবে ।।
           *****