ভুলতে বসেছি বাংলা, শিখেছি ইংরেজি
চলনে বলনে হয়েছি সাহেব,
তবু ইচ্ছা হলো কবি হয়ে দেখি একবার
লিখব বাংলা কবিতা ।
লিখতে বসেছি কবিতা --
উহু....আর পারিনে বাবা ...
কি বিপদে পড়লাম এবার
ইংরেজি বাংলা মিলেমিশে হয়ে যাচ্ছে একাকার ।
একি হলো বাংলা কবিতার হাল !
চোখে ভরে আসে জল
এ যে হয়েছে ইঙ্গবঙ্গলজি ...
ছি: ছি: করি ধিক্কার, নিজেকেই নিজে ।
বাংলা কবিতা লেখা কি অত সহজ !
ভাবলাম এক, হয়ে গেলো আর এক
উপায় নেই তো আর ....
ফাঁদ কেটে বেরোতেই হবে এবার ।
চোখের জল মুছে প্রতিজ্ঞা করি
মন দিয়ে লিখব, পড়ব বাংলা
এ অবস্থা যেন না আসে বারবার
তাই সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, নমস্কার ।।
******