ইছামতির তীরে -
দেখে চলেছি নৌকাগুলো করছে আনাগোনা,
শুনে চলেছি নদীর ছল-ছল কলধ্বনি ।
উদ্ভাসিত না হলেও ছবিগুলো
হৃদয়কে সর্বদাই দোলা দিয়ে যায় অব্যক্ত মনে ।
ইছামতির তীরে -
একেলা, কিন্তু মনে হয় একেলা নই,
অনুভবে বহুদূর হতে ভেসে আসে
তারই কণ্ঠস্বর,
সারি সারি মানুষের মাঝে,
অদৃশ্য হয়েও বিরহের অস্তরাগে..... ।
ইচ্ছামতীর তীরে –
সেই নান্দনিক কন্ঠস্বর
ফিসফিসিয়ে শুনিয়ে যায় বারে বারে -
'তোমার প্রাণের মাঝে আছি আমি অকুণ্ঠ ভালোবাসায়’ ।।
-----------------