হৃদয় মাঝে
অনুভবে শব্দ,
অণু-পরমাণুর
যাওয়া-আসার ছলে,
নিরন্তর স্বপন সাজে
দোলে মান অভিমান,
মুখরিত জীবনে
জেগে থাকা সুর
তরঙ্গে বাজে m।।