হঠাৎ ঘুম ভেঙ্গে যেতেই
অনুভব করলাম ঠাণ্ডা পরশ,
চমকে উঠলাম
বাইরে চাপ চাপ অন্ধকার
গ্রাস করলো এক অদ্ভুত সন্মোহন ।
এক-একটা সিঁড়ির ধাপ পেরিয়ে
এগিয়ে চললাম খোলা আকাশের নীচে,
পশ্চিমে ঢলে পড়া চাঁদ
আকাশের বুকে আবছা আলোয়
মেঘের সাথে করছে সাদা-কালো রঙের খেলা ।
সাদা-কালো রঙের খেলা খেলতে খেলতে
সুখ-দুঃখের আলো-আঁধারী ছায়ায় যায় মিশে,
জীবনের পরম সত্যের উপলব্ধিতে
দেখলাম, ক্লান্ত চাঁদ ঢলে পড়তেই ছড়িয়ে পড়ল
ঊষার কিরণ, খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আমি একা ।।