হোলির নেশায় ....
রঙের খেলা,
খুশির দিশায়
মুক্ত সারাবেলা ।
দিগন্তে ভাসে ....
রক্তিম পলাশের আগুন,
মনের স্বপ্নেতে আসে
মুগ্ধতায় ভরা ফাগুন ।
হাতে হাত ধরে ....
ঐক্যেতে বাঁধি সুরগাঁথা,
রঙিন রঙের ভালোবাসাতে গড়ি
এক ঐতিহ্যপূর্ণ দিন, ভুলে সব ব্যথা ।।
***