হেমন্তিকার অভ্যর্থনায় সে আসি আসি করছে...
পূব জানালার গা ঘেঁষে ঝিকিমিকি সোনালী রোদের জড়িবুটি,
মন চায় একটু আলসেমি----
আরো একটু গা গরমের তপ্ত অনুভূতির মৌতাত,
ধোঁয়া ওঠা এক পেয়ালা গরম চা।
অনুভূতিতে আসে শীতের ভালোলাগার কত কথা......
এক ঝলক হিমেল উত্তরে হাওয়া বোঝে কি
চাওয়া-পাওয়ার সে কথা?
মানতে চায় না কোন বাঁধা,
ভেজানো দরজার কপাটে মৃদু ধাক্কা
একটুও তর সয়না----
কপাট খুলে হুর হুর করে সে ঢুকে পড়ল
রোদ্দুরের চাদর ভেদ করে শরীর মনে,
সারা শরীর কেঁপে উঠল তার ছোঁয়ায়।
ওহ ! বন্ধ হোক দরজা,
মন চায় শুধু তার সুন্দর সুরভী মাখা রূপরেখা।।