হেমন্তের রাত
হাওয়া য় অল্প-স্বল্প শীতের পরশ,  
স্বল্প পোশাক পরিধানে লাগে ঠান্ডা
মনের গহনে উঁকি দেয় হিমের বরষ।

হেমন্তের রাত  
সারা শরীরে আসে এক নতুন শিহরণ,
পশমের পোশাক নিয়ে আসে নতুন মাত্রা
স্বল্প শীতের আবহে যা করে নতুন সংযোজন।

হেমন্তের রাত
মনে জাগে পুলক, পাতা-ঝরা শুরু,
দূরে দেখা যায় আকাশ প্রদীপ
মনটা হয়ে ওঠে উরু-উরু।

হেমন্তের রাত
হঠাৎ করে হয় গলায় ব্যথা,  
সর্দি-কাশি-হাঁচিতে জেরবার হয়ে
সাইনাসের প্রদাহে ধরে যায় মাথা।

হেমন্তের রাত
হেমন্ত লাগে ভালো, কিন্তু অসাবধানতা নয়,  
শরীরকে অবহেলা না করে সাথে রেখো গরম জামা
যদি অল্প-স্বল্প ঠাণ্ডা প্রতিহত হয়।।
        *****