সোনালী রোদ্দুরে ঢাকে
ধূসর পর্দার কুয়াশা,
ঘাসের আগায় ঝলমলে
শিশিরের স্নিগ্ধ ভালোবাসা ।

হিমেল হাওয়ার দোলায়,
প্রকৃতির উচ্ছ্বাসের পরশে,
নীল মেঘেরা যায়
বহু দূরে হরষে ।

শীতের পূর্বাভাসের বার্তায়
মেলেছে ডানা সুদূরে,
মল্লিকা হিমঝুরি দেবকাঞ্চন
বেঁধেছে তান সুরে ।

পাকা ধানের আলোয়
উদ্ভাসিত বাংলার বৈচিত্র্যতা,
কৃষক কাটে ধান
খুশিতে মনের ব্যস্ততা ।

পিঠা পায়েস ক্ষীরে
নবান্নের উৎসবে ভরপুর,
বাউল গানে মেতে
অন্তরের আমেজ টইটুম্বুর ।।

      ***