হে নারী  (সপ্তপদী কবিতা)
--------------
জয়শ্রী রায় মৈত্র
--------------------------
হে নারী তুমি কন্যা জায়া জননী সর্বংসহা
ক্ষমাশীলা অনন্যা অসীমা অপার মহিমাময়ী ওগো সর্ববহা
জন্মভূমি ধরিত্রী মাগো স্নেহের আঁধারে করুণায় অতুলনীয়া
আকাশে বাতাসে বহে অপরূপ মায়ায় ছন্দের অরক্ষনিয়া  ।

সর্বশক্তি সর্বমায়ার বন্ধনে আবদ্ধ হৃদয় শান্তিস্বরূপিনী পবিত্রতা
যুগে যুগে ঊর্বরপ্রানা মহৎ সেবিকা অন্তরে মুগ্ধতা
ন্যায়ের অধিষ্ঠাত্রী দেবী মানসী তুমি অধরায় স্নিগ্ধতা  ।