‘ধন ধান্য পুস্প ভরা
আমাদের এই বসুন্ধরা’
আজও সকলের কাছে
দেশাত্ম উপলব্ধির অনুপ্রেরণা ।
স্বাধীনতাকামী মানুষের উদ্বুদ্ধতায়
চলেছিল কলম নতুন দেশপ্রেমের আঙিনায়,
আর সেই কলমের দায়িত্বে ছিলেন
নদীয়ার কৃতি সন্তান দ্বিজেন্দ্রলাল
নাট্যে গানে কবিতায় সৃষ্টি
করলেন এক অনন্য দৃষ্টান্ত ।
যা রয়ে গেল সাহিত্য সংস্কৃতির গোলায়
অবিস্মরণীয় দেশাত্মবোধক পরিচয় নিয়ে,  
অনেককাল হয়ে গেছে পার  
নদীয়ার কৃতি হে দ্বিজেন্দ্রলাল
তোমাকে জানাই আমাদের
সশ্রদ্ধ প্রণাম বারংবার ।।
      ***