পিতা তুমি অন্তর্যামী, বিশ্বের কারিগর
সর্ব পাপ স্খলনকারী হে পরমেশ্বর,
প্রনমি তোমার চরণে প্রভু
সর্বশক্তিধর হে অধীশ্বর ।

সর্ব মহান তুমি ওগো পিতা
তোমাতে পাই সকল মুক্তি,
অন্ধকারে দেখাও আলোর দিশা
পাই যেন সর্ব-শক্তি ।

শান্তির  বরিষ ধারা তুমি
অমৃত সদনে অধিষ্ঠাতা বিশ্বম্ভর,
বিশ্ব হৃদয়ের পারাবারে
চন্দ্র-সূর্য সকল তারার অম্বর ।

বিবেকবোধের জন্য জ্বালাও প্রদীপ
দেখাও চেতনার আলোর শিখা,
করুণা ধারার সিন্ধু তুমি ওগো
অন্তরের অন্তঃপুরে দেখাও সঠিক দিখা ।

অন্ধকারের মোহমায়া ঘুঁচিয়ে তুমি
সকল দুঃখ-সুখের সাথী হও পিতা,
হিংসা-মোহ-পাপ দূর করে
নাও টেনে বুকে ওগো পরম মিতা ।

হৃদয় বিতানে তুমি ওগো বিশ্বপিতা
হিংসা দেশ দূর করে শেখাও ক্ষমা ধর্ম
সহ্য শক্তি দাও সকল মানবমনে
শেখাও জীবে প্রেমের মর্ম ।

তোমার আশীর্বাদে আসুক ভালোবাসা
আকাশ বাতাস ভূমি তলে,
মানব প্রেমের ব্রতে উন্নীত হোক
শুভ শক্তি তোমার করকমলে ।।
          ******