সেই চেনা পথ গেছে বেঁকে--
নদীর পাড় ধরে সবুজ বনরাজির মাঝে,
যেথায় পেখম মেলে বন- ময়ূরী খুশির তরে,
বুনো ফুলে ফুলে মৌমাছি ভ্রমর করে খেলা,
গ্রীষ্মের তাপদাহে রক্ত শিমুলের লাল আভা--
বর্ষার কালো মেঘের তান্ডবে আনন্দে ভেসে গেছে মন......
শরতের কাশের শোভায় হয় উদ্ভাসিত প্রকৃতি,
হেমন্তের শিশির ভেজা ঘাসে কত স্বপ্নের জাল বোনা,
শীতের সোনালী রোদের জড়িবুটি গায়ে মেখে উচ্ছল প্রাণ,
বসন্তের কোকিলের কুহু কুহু রবে পলাশের ভালবাসা।
আছে সবই,
তবু কেন বিষাদে ভরে মন?
চাওয়া-পাওয়ার দোদুল দোলায় হারায় স্বপ্ন গুলি......
ফোটে রক্ত শিমুল তবু রাঙাতে পারে না মন,
বর্ষা ঝড়ে অঝোরে কাটেনা মনের অবসাদ, পেঁজা তুলোর মেঘ ভাসিয়ে আসে শরৎ,
সবটুকু নিয়ে আসে হেমন্তিকার শিশির,
রোদ ঝলমল শীত, কুহু কুহু বসন্তের কোকিল,
বনরাজির আন্দোলনে মেঘ মল্লারের সুরে..... জাগে না প্রাণের উচ্ছ্বাস,
গোধূলির শেষ রক্তরাগের ছটায়, কেন বিষাদ?
সময়ের জটিল আবর্তে পঙ্কিলতায়,
চেনা সুর, চেনা পথ,
তবু হারিয়ে যায় মন
বিষাদের গোলকধাঁধার ছায়ায়।।